বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বেনাপোলে ভারতীয় নাগরিকসহ ৬ চোরাকারবারী আটক

প্রতিবেদক
the editors
মার্চ ১৬, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৬ চোরাকারবারী আটক হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ই মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার স্বরুপ নগর থানার সাকদাহ জাদবপুর গ্রামের আজগর মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, যশোর জেলার কোতোয়ালি থানার রামনগর খাঁপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মানিক মিয়া, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলী হোসেন, একই গ্রামের মৃত সালেক শেখের ছেলে তরিকুল ইসলাম, গাতিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইমরান হোসেন ও সাদীপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানভির হোসেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়