দেবহাটা প্রতিনিধি: ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে দেবহাটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীরহাট সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এই মানববন্ধনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ ও সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ।
এসময় সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যে মৃনাল কান্তি হালদার, গৌতম রায়, অচিন্ত মন্ডল, গোপাল চন্দ্র স্বর্ণকার, কল্যাণ ব্যানার্জী, শংকর স্বর্ণকার, মৌসুমী চ্যাটার্জী, উত্তম কুমার ধাড়া, পতিরাম সরদার, নিশিকান্ত গাইন, মনিমোহন হালদার, দুলাল চন্দ্র মন্ডল, সুজয় ঘোষ, সন্দীপ কুমার দাশ, বিশ্বজিত সরকার, সুভাষ চন্দ্র দাস, নারায়ন মন্ডল, পরিমল গাঁতিদার, বলরাম স্বর্ণকার, ইন্দ্রজিত ঘোষ, হরিদাস সরকার, সঞ্জয় অধিকারিসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।