কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অমৌসুমী তরমুজের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক মাঠ দিবস পালিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের উলা বাজারে সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা) ড. সাবিনা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার অসিম কুমার দাস।
সরেজমিন গবেষণা কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার আল মাহফুজ, তরমুজ চাষী মোশারফ হোসেন, ফজলুর রহমান, আলাউদ্দিন, হালিমা খাতুন প্রমুখ।
স্থানীয় কৃষকরা সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে ‘তৃপ্তি’, ‘সুইট ব্ল্যাক’ বা কালো জাত ও গোল্ডেন ক্রাউন বা হলুদ জাতের তরমুজ চাষ করেছেন। ঘেরের বেড়িবাধে মাচা পদ্ধতিতে চাষ করা হচ্ছে এই তরমুজ। কোনোটির গায়ে ডোরাকাটা দাগ, কোনোটি কালচে সবুজ, কোনোটি আবার হলুদ।
কৃষক মোশারফ হোসেন বলেন, আমি প্রথম বার ঘেরের আইলে মাছ চাষের পাশাপাশি মাচা পদ্ধতিতে ৪ বিঘা জমিতে তরমুজ বীজ রোপন করি। রোপনের ৪০-৪৫ দিনের মধ্যে গাছে ফুল ও ফল আসা শুরু করে। বর্তমানে জমিতে প্রায় ১২শ তরমুজ রয়েছে। একেকটি তরমুজ ২-৩ কেজি ওজনের। বাজারে অসময়ের এই তরমুজের চাহিদা বেশ, দামও ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে সব তরমুজ বাজারে বিক্রি করে অনেক লাভবান হবো।