রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

প্রতিবেদক
the editors
অক্টোবর ১, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার, আনসার ভিডিপি অফিসার আশালতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, তথ্য অফিসার মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিজিবি প্রতিনিধিবৃন্দ।

সভায় আসন্ন দূর্গাপুজা ও জাতীয় নির্বাচনকে ঘিরে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘœ না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।

একই সাথে পারুলিয়া ইউনিয়নের নোড়ারচক, চালতেলা, পলগাঁদাসহ আশেপাশের এলাকায় মৎস্যঘেরে ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মসজিদে মসজিদে খুতবা পরবর্তী সন্ত্রাস, জঙ্গী, নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা রাখতে ইমামদের নির্দেশ প্রদান, বাল্য বিবাহ, যৌতুক, মানবপাচার ও চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

এছাড়া দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে মরা ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেগুলো কেটে ফেলার নির্দেশ দেয়া হয়।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!