শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

‘ওয়াল ইলেভেন’ চলচ্চিত্রে আফজালের জুটি স্বস্তিকা

প্রতিবেদক
the editors
অক্টোবর ৭, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: ‘ওয়ান ইলেভেন’ ছবির পরিচালক কামরুল রিফাত আগেই ধারণা দিয়েছিলেন, তাঁর ছবির খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনয়শিল্পী স্বস্তিকা মুখার্জি। সেভাবেই কথাবার্তাও চলছিল। সবকিছু পাকাপোক্ত হতে সময় লেগেছে বেশ কয়েক মাস। সম্প্রতি দেশের নন্দিত অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে অভিনয়ের জন্য স্বস্তিকাকে চূড়ান্ত করেছেন পরিচালক। এ বছরের শেষ দিকে ছবিটির শুটিংয়ের জন্য আফজাল হোসেন ও স্বস্তিকা ক্যামেরার সামনে দাঁড়াবেন, এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক।

পরিচালক সূত্রে জানা গেছে, ছবিতে আফজাল হোসেন ও স্বস্তিকা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করবেন। তাঁদের অংশের দৃশ্যধারণ করা হবে শুটিং ঢাকার গাজীপুর, গুলশান ও ধানমন্ডি এলাকার বিভিন্ন স্থানে। বাংলাদেশে এটি হতে যাচ্ছে স্বস্তিকার দ্বিতীয় চলচ্চিত্র। ২০০৮ সালে তিনি ‘সবার উপরে তুমি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এফ আই মানিক পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে।

দীর্ঘ বিরতির পর ‘ওয়ান ইলেভেন’-এ অভিনয়ে সম্মতির কারণ হিসেবে বললেন, ‘ওপার বাংলায় কাজ করার ইচ্ছা আমার প্রবল এবং সেটা বহু বছর ধরে। ২০০৮ সালে প্রথমবার, ওই একবারই গিয়েছিলাম ঢাকায়, একটা কমার্শিয়াল সিনেমার শুটিং করতে। তারপর বহু পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, স্ক্রিপ্ট আদান-প্রদান হয়েছে, কিন্তু ঠিক কাজটি করা হয়নি, ব্যাটে-বলে হয়নি। কামরুল রিফাত আমার ছবির পরিচালক, ওয়ান ইলেভেনের গল্পটা পাঠিয়েছিলেন ২০২১ সালে। কোভিডের এই পুরো যন্ত্রণার মধ্যেই আমি গল্পটা পড়েছিলাম। তারপর আমি চিত্রনাট্য পড়েছি। চরিত্র নিয়ে আলোচনা হয়েছে, জুমকলে একাধিক মিটিং করেছি, এরপর একরকম মুগ্ধতা তৈরি হয় পুরো গল্প এবং তারা যেভাবে শুটিং করতে চান—পুরো বিষয়টার সঙ্গে। সেই মুগ্ধতা থেকেই কাজটা করতে চাওয়া।’

স্বস্তিকা এ-ও বলেন, ‘আমি সব সময় এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে কখনো করিনি। কারণ, আমি পর্দায় একই চরিত্রে নিজেকে বারবার দেখতে চাই না। একই চরিত্র করতে থাকলে দর্শক কেন আমাকে বা আমার ছবি দেখতে চাইবে? আর বাংলাদেশের একটা কাজ করব, মনের মতো না হলে হয়তো কাজটা করা হয়ে উঠত না। কিন্তু সত্যিই আমি খুব খুশি ছবিটিতে কাজ করতে যাচ্ছি ভেবে।’

কলকাতার বাংলা ছবির অভিনেত্রী স্বস্তিকা বলিউডেও অভিনয় করেছেন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ছবিতে অভিনয়ে তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেনকে। প্রথমবার তাঁর বিপরীতে অভিনয় নিয়ে রোমাঞ্চিত স্বস্তিকা। বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। তাঁদের অনেকেরই কাজ দেখি, তা ওটিটি প্ল্যাটফর্ম বা কলকাতার প্রেক্ষাগৃহ যেখানেই মুক্তি পাক—দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে বসে থাকি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও খুব বড় পাওনা। আমি আশা করছি, একটা টিম হয়ে আমরা কাজটি করব।’

কখনো বিচারক, কখনো দাগি আসামি চরিত্রে—একের পর এক সিনেমা কিংবা ওয়েব সিরিজে ভেঙেচুরে নিজেকে দর্শকের সামনে নিয়ে এসে আলোচনায় রয়েছেন অভিনেতা আফজাল হোসেন। এবার লেখকের চরিত্রে হাজির হবেন তিনি, ওয়ান ইলেভেন নামের মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!