বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ১৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলো পুলিশ

প্রতিবেদক
the editors
মার্চ ২৩, ২০২৩ ১:২০ অপরাহ্ণ

শহীদুজ্জামান শিমুল: সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া ১৬৮টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২ লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল সেডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদনের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া বিকাশ মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা পুলিশের ডি আই ওয়ান মো. ইয়াসিন আলম চৌধুরী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র ইনচার্জ ওহিদুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!