শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে খালি চোখে

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৮, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: খালি চোখে অর্ধ চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাচ্ছে সৌদি আরবের বাসিন্দারা। শনিবার (২৮ অক্টোবর) রাতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটি এ তথ্য জানিয়েছে।

জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি মজিক আবু জাহরা বলেন, সৌদি আরবের সব অঞ্চল থেকে অর্ধ চন্দ্রগ্রহণ দেখা যাবে। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে এটি দেখা যাবে।

তিনি আরও বলেন, সৌদি আরবের পাশাপাশি ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। সৌদির স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে চলবে ১১টা ৫২ মিনিট পর্যন্ত।

পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মূলত সূর্য থকে চাঁদে আলো আসতে বাধা সৃষ্টি করে পৃথিবী।

একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর বিপরীত প্রান্তে থাকে। কিন্তু যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না। পৃথিবী এতে বাধা সৃষ্টি করে।

হিজাব না পড়ায় মেট্রোরেলে আহত ইরানের সেই তরুণী মারা গেছে
গাজায় ইসরায়েলের স্থল অভিযান প্রতিরোধে প্রস্তুত ফিলিস্তিনি যোদ্ধারা
এদিকে ইউরোপ ও আফ্রিকার পাশাপাশি মধ্যরাতে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

সূত্র: আরব নিউজ

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!