শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ছেলেদের নিয়ে মেয়েদের অধিনায়ক বললেন, ‘সমর্থন দেওয়া উচিত’

প্রতিবেদক
the editors
নভেম্বর ৩, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: এখন বিশ্বকাপের আমেজ চারপাশজুড়ে। যদিও এ দেশের সমর্থকরা ভুলেই যেতে চাইবেন সেটি।বিশ্বকাপে যে একদমই ভালো করতে পারছে না বাংলাদেশের ছেলেরা। এর মধ্যে মিরপুরে মেয়েরা মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই ওয়ানডেতে খেলতে নামবে তারা।
তিন ম্যাচের সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে অবশ্য কথা বলতে হয়েছে ছেলেদের ক্রিকেট নিয়েও। খারাপ সময়ে সাকিব আল হাসানদের পাশে থাকার বার্তাই দিয়েছেন তিনি। জ্যোতি মনে করেন, সাত ম্যাচে এক জয় পাওয়া দলকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলছি তাই বলে না, অবশ্যই বাংলাদেশের অনেক বড় ফ্যান। সময় খারাপ যাচ্ছে আমি বলবো। যা-ই করতে যাচ্ছি আমরা, হয়তো আমাদের দিকে আসছে না। তার মানে কিন্তু এই না যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি না। ’

‘অনেকে অনেক কথা বলবে কিন্তু একজন ক্রিকেটার ও দলের সমর্থক হিসেবে এখন আমাদের উচিত সবাইকে ব্যাক করা। তাদেরকে সমর্থন দেওয়া ও ইতিবাচক ভাইব তৈরি করা, কারণ এখনও দুইটা ম্যাচ আছে আমাদের। ’

এর আগে বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ড্র করে আলোচনা তৈরি করেছিল। আবার সেই মিরপুরে মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। ছেলেদের খারাপ সময়ে ভালো করলে কি বেশি আলোচনায় আসা যাবে? জ্যোতি তেমন মনে করছেন না।

তিনি বলেন, ‘প্রথমত হচ্ছে ছেলে বা মেয়ে আমরা দুই দলই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। এখানে লাইমলাইট নেওয়ার মতো আমি কিছু দেখছি না। কারণ আমরা আমাদের অবস্থান থেকে তারা তাদের অবস্থান থেকে খেলছে; কিন্তু দিনশেষে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ’

‘সবথেকে বড় কথা উনারা ভালো করছে না, এখন আমরা ভালো করলে খুব হাইলাইটেট হবো এটা কোনোদিনও কাম্য না। ছেলে এবং মেয়েদের ক্রিকেট যতই বলেন না কেন। দিন ভালো-খারাপ আসতে পারে। আমার চাই আমাদের ক্রিকেট আমাদের মতো করে হাইলাইট করতে। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!