মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

প্রতিবেদক
the editors
নভেম্বর ৭, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

এসএম নাহিদ হাসান: তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নির্বাচিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এই ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, সহকারী প্রকৌশলী আবু জায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খাঁ প্রমুখ।

অনুষ্ঠানে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, বর্তমান সরকার অত্যন্ত শিক্ষা বান্ধব। তালার শতাধিক বিদ্যালয় ও কলেজে শ্রেণিকক্ষ সংকট দূরীকরণে নতুন ভবন তৈরী করা হয়েছে। শুধু ভবন তৈরী করলে হবে না। শেখ রাসেল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা কর্মমুখী হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশ সেবায় অবদান রাখতে পারে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!