Wednesday , 8 November 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা বারের নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ, ৩ দিনের আল্টিমেটাম

প্রতিবেদক
admin
November 8, 2023 2:56 pm

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

বুধবার (৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা আদালতের শহীদ মিনার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের সভাপতিত্বে ও অ্যাড. শাহেদ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. সাইদুজ্জামান জিকো, অ্যাড. নওশের আলী, অ্যাড. গোবিন্দ চন্দ্র মন্ডল, অ্যাড. গাউস, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. মোজাম্মেল হোসেন, অ্যাড. জি এম ওকালাত হোসেন, অ্যাড. শামীম জাহান, অ্যাড. রেশমা পারভীন, অ্যাড. বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, অ্যাড. আমিনুর রহমান চঞ্চল, অ্যাড. আশরাফুল ইসলাম বাবু, অ্যাড. শেখ হুমায়ুন কবির, অ্যাড. মোঃ রফিকুল ইসলাম, অ্যাড. মোঃ মনির হোসেন, অ্যাড. নজরুল ইসলাম জীবন, অ্যাড. রাশীদুজ্জামান সুমন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ৩ দিনের মধ্যে জেলা আইনজীবী সমিতির নির্বাচন আয়োজনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আল্টিমেটাম দেন।

প্রসঙ্গত, আইনজীবীদের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দীর্ঘদিন সাতক্ষীরা বারের নির্বাচন স্থগিত রয়েছে।

সর্বশেষ - জাতীয়