বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সেমিফাইনালে ভাগ্যের সহায়তা চান রোহিত

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৫, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিটদের কাতারে ভারত। রাউন্ড রবিন লিগে সমর্থকদের প্রত্যাশার ষোলোকলা পূর্ণ করেছে স্বাগতিকরা।

৯ ম্যাচে খেলে জয় পেয়েছে ৯টিতেই। তাই আত্মবিশ্বাসে টইটম্বুর রোহিত শর্মার দল। ফুরফুরে মেজাজে থেকেই আগামীকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এবারের মতো গত আসরেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সেবার শেষ চারে কিউইদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আসর থেকে। এবারও সেমিফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রতিশোধ কি নিতে পারবে ভারত? রোহিত চাইলেন ভাগ্যের সাহায্য।

আজ সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘সেমিফাইনালের মতো ম্যাচে একটু ভাগ্যের সাহায্য দরকার। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করব। আশা করি, ভাগ্য সাহসীদের সঙ্গ দেবে। ’

চলতি বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট মূলত আগে ব্যাট করা দলকেই সাহায্য করে বেশি। পরিসংখ্যানও বলছে সেই কথা। প্রথম ইনিংসের গড় রানের থেকে দ্বিতীয় ইনিংসের গড় রান এখানে অনেক কম। এমন পরিস্থিতিতে সেমিফাইনালে টসই কি ম্যাচের নির্ধারক হয়ে দাঁড়াবে?

এমন প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ‘আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এই (বিশ্বকাপের) ৪-৫টি ম্যাচ দেখে ওয়াংখেড়ের ছবিটা যথাযথ উপলব্ধি করা সম্ভব নয়। ওয়াংখেড়ের গতিপ্রকৃতি নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। তবে আমার বিশ্বাস, সেমিফাইনালে টস গুরুত্বপূর্ণ হবে না। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!