আলী আজীম, মোংলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোনের একটি টহলদল।
কোস্টগার্ড পশ্চিমজোন সূত্রে জানা যায়, সোমবার (২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিমজোনের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নদীর কূলে দুইটি মৃতদেহ দেখতে পায়। এসময় জাহাজে থাকা কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ দুইটি উদ্ধার করে। পরে মৃতদেহগুলো সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।
চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান, নৌ পুলিশ কর্তৃক মৃতদেহগুলোর পোস্টমর্টেম রির্পোট প্রস্তুত করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মৃতদেহ ২টি ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া জেলেদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।