স্পোর্টস ডেস্ক | তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়াল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ দক্ষতা দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যাটিংয়ে লিটন দাসের রেকর্ডের পর এবার বোলিংয়ে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান।
২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়াল্যান্ড প্রথম বলেই হারায় পল স্টার্লিংকে। উইকেটটি নেন তাসকিন আহমেদ। এরপরই শুরু হয় সাকিবের ম্যাজিক। তার স্পিন জাদুতে একে একে বিদায় নেন লরকান টাকার, রস আডায়ার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল ও হ্যারি টেকটর।
আইরিশদের বিপক্ষে ফাইফার নিয়ে রেকর্ডও গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। টিম সাউদিকে (১৩৪) ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেটে মালিক বনে গেলেন বাংলাদেশি এই অধিনায়ক। তার উইকেটসংখ্যা এখন ৩৬। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পাওয়ার কীর্তিও গড়লেন তিনি। সব মিলিয়ে সাকিবের আগে এই কীর্তি ছিল আর ১১ জনের।