সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত বসন্ত কুমার বিশ্বাসের ছেলে ব্রতদ্বীপ বিশ্বাসের তালবাড়িয়া মৌজার এস এ ২৩ নং খতিয়ান এর ৯৫৭ নং দাগের ১০ শতক জমি বয়ারসিং গ্রামের আজিজুল সরদার এর নিকট থেকে ২২ সালের ২ মার্চ ১২০৪ নং দলিলমূলে কোবলা করে দীর্ঘদিন ভোগ দখল করছিলেন। সম্প্রতি রাতের আঁধারে বয়সিং গ্রামের সিরাজুল ও তার পুত্র সাইফুলসহ অন্যান্যরা জবর দখলের চেষ্টায় ওই জমিতে ঘেরা বেড়া দেয়।
এ ঘটনায় ব্রতদ্বীপ এর মাতা শিবানী রানি বিশ্বাস গত ১৯ নভেম্বর জবর দখলকারীদের নামে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি বর্তমান তদন্তাধীন আছে।
এমতাবস্থায় সিরাজুল ও তার পুত্র সাইফুল বিধবা শিবানী রানী বিশ্বাস ও তার পুত্রকে অশ্লীল ভাষায় গালিগালাচসহ জীবন নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে।
সরজমিনে গিয়ে স্থানীয় ইউপি সদস্য স্বপন কুমার বৈদ্য ও পার্শ্ববর্তী ইউনিয়নের ইউপি সদস্য মুকুন্দকুমার পাইকসহ স্থানীয়দের বক্তব্যে সত্যতা মিলছে।
এ ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্যামনগর উপজেলা শাখার আহবাহক বিষ্ণুপদ মন্ডল এর নেতৃত্বে একটি টিম সরজমিনে গিয়ে পর্যবেক্ষণ করে। তারা এ ঘটনার তীব্র নিন্দাসহ জবর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।