ডেস্ক রিপোর্ট: আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার বাসায় বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। বৈঠক শেষে পাপন গণমাধ্যমে কথা বললেও, তামিম ছিলেন নিশ্চুপ। এরই মাঝে বিকেল ৫টায় বনানীর ডিওএইচএসে নিজের বাসার সামনে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে সংবাদ সম্মেলন করেন ড্যাশিং এই ওপেনার।
বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।
এরপর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাবেন তিনি।
বিকাল ৫ টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আগামী জানুয়ারীতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো। ‘
তামিম বলেন, ‘এরইমধ্যে আমার ক্যারিয়ারের কী হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কিন্তু সেটা বিপিএলের পর জানাব। আমরা আজকে খোলামোলা অনেক আলাপ করেছি। আমি কি করতে চাই বললাম, উনি (বিসিবি সভাপতি) জানুয়ারি পর্যন্ত আমাকে বলেছেন থামতে। উনি বলেছেন কিছু কঠোর সিদ্ধান্ত নেবেন, আমি একটু অপেক্ষা করি দেখি কী হয়। ’