শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ড ভাঙলো ভারত

প্রতিবেদক
Shimul Sheikh
ডিসেম্বর ২, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের রেকর্ডে পাকিস্তানের রেকর্ড ভেঙে দিলো ভারত। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। এতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেললো সূর্যকুমার যাদবের দল।

৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে ভারত। এটি স্বাগতিকদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের ১৩৬তম জয়। এই ম্যাচে জয়ের ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়লো ভারত। এর আগে ১৩৫ ম্যাচ জিতে জয়ের সংখ্যায় সবার শীর্ষে ছিলো পাকিস্তান।

২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে ২১৩টি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে জিতেছে ১৩৬টি, হেরেছে ৬৭টিতে এবং ১টি ম্যাচ ড্র করেছে। অপরদিকে প্রায় একই সময়ে অভিষেকের পর ২২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩৫টিতে জিতেছে পাকিস্তান।

সবার্ধিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ২০০ ম্যাচ খেলে ১০২ টিতে জিতেছে কিউইরা। অস্ট্রেলিয়া ১৮১ ম্যাচ খেলে ৯৫ জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে। সংক্ষিপ্ত এই ফরম্যাটের খেলায় ১৭১ ম্যাচে ৯৫ জয় নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান পঞ্চমে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!