শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ২ দিনব্যাপী উই হাটবাজার উদ্বোধন

প্রতিবেদক
the editors
মার্চ ২২, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উই হাটবাজার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড়ে দুই দিনব্যাপী উই হাটবাজারের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

উই হাটবাজারের সাতক্ষীরা প্রতিনিধি তামান্না তালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস শাহানা আক্তার বুলু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব মহিলা লীগের সভানেত্রী ফারহা দীবা খান সাথী, মহিলা আওয়ামী লীগের রওশন আরা রুবি, খুরশিদ জাহান শিলা, এসমোতারা বেগম, লতিফুন নাহার লতা, রাশিদা খাতুন ডালিম, সালমা হক, ফিরোজা খানম, কাজী মেহেরুন নেছাসহ স্থানীয় নারী উদ্যোক্তারা।

উই হাটবাজার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গৃহস্থালির জিনিস পত্র, মেয়েদের রূপচর্চার সামগ্রী, হাতে তৈরী পোষাক ছাড়াও বিভিন্ন বাহারি আইটেমের পিঠা পাওয়া যাচ্ছে।

সাতক্ষীরায় প্রথমবারের মতো বসা উই হাটবাজারে স্টল দিয়েছে মিনা ফ্যাশন টেইলারিং, উঠানহাট, রাফসান অনলাইন শপথ, আরজে লেডিস্ স্টাইল, ছোয়া বুটিকস্, অর্ণব ফ্যাশন হাউস, আসমাউল অনলাইন শপথ, দক্ষিণের হাট, অন্বয় ও তামান্নাস্ কিসেনেট।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!