শনিবার , ২৭ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় ফেনসিডিল লুকিয়ে বিক্রি, গ্রেফতার ২

প্রতিবেদক
the editors
মে ২৭, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় ফেনসিডিল লুকিয়ে বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (২৭ মে) সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় ৩৯৯ বোতল ফেনসিডিল।

আটক মোঃ শহিদুল ইসলাম (৩০) ও মোঃ আখের আলী গাজী (৪৭) জেলার কালিগঞ্জের বাসিন্দা।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ও দেবহাটায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের ইঞ্জিন চালিত নসিমন ও ব্যাটারী চালিত ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল এবং ১৯৯ বোতলসহ মোট ৩৯৯ (তিন শত নিরানব্বই) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আসামিদের সাতক্ষীরা জেলার দেবহাটা ও কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!