কয়রা (খুলনা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) যাচাই বাছাই শেষে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক খোন্দকার ইয়াছির আরাফাত।
এ ছাড়া এই সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন , জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোর্তজা আল মামুন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, মোস্তফা কামাল জাহাঙ্গীর, এস এম রাজু, অহিদুজ্জামান ও গাজী মোস্তফা কামাল৷
এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান, এনপিপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মির্জা গোলাম আজম, বিএনএম মনোনীত প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ ও তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী গাজী নাদির উদ্দিন খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ।