বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সর্বোচ্চ রানের তালিকায় সৌম্য, সেরার কাতারে আছেন যারা

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২০, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: পুরো বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ যখন ভোরের ঘুমে আচ্ছন্ন, তখনই তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ডে কিছুটা ঝড়ই তুলেছেন সৌম্য সরকার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ পেয়েছে লড়াকু এক পুঁজি। এদিন কেবল ৫ বছরের সেঞ্চুরি খরাই মেটাননি সৌম্য, রীতিমত রেকর্ডবুক তোলপাড় করেছেন তিনি।

বুধবারের নেলসনের ম্যাচে সৌম্য নিজের ইনিংস শেষ করেছেন ১৬৯ রানে। ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় ম্যারাথন এই ইনিংস সাজিয়েছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। তার সামনে ছিলেন কেবল লিটন দাস। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তালিকার দুইয়ে উঠে আসার সময় সৌম্য পেছনে ফেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালের দুই রেকর্ড। সেই একই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবাল করেছিলেন ১৫৮ রান। যা বাংলাদেশের সেই সময়ের সর্বোচ্চ স্কোর ছিল। এই রেকর্ডের পথে তামিম ভেঙেছেন নিজের রেকর্ডই। সেটাও অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষেই।

২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে ৩১৩ রান তাড়া করতে নেমে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। সেটিই ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম ড্যাডি সেঞ্চুরি বা দেড়শ রানের ইনিংস। ২০১৮ সালেই অবশ্য দুইবার দেড়শ রানের ইনিংস পেতে পারত বাংলাদেশ। ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিমের সামনে ছিল সেই সুযোগ।

তবে দুজনেই থেমেছিলেন ১৪৪ রান করে। ইমরুলের প্রতিপক্ষ ছিল সেই জিম্বাবুয়ে আর মুশফিকের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!