বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মুন্সীগঞ্জে বিশাল জনসভায় দোলন: শুধু প্রতিশ্রুতি নই, বাস্তবায়ন করবো

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২০, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন বলেছেন, প্রতিশ্রুতি নই, বাস্তবায়ন করবো। শ্যামনগর-কালিগঞ্জকে নতুনরূপে আপনাদের সামনে তুলে ধরবো ৷ বিগত দিনে উপজেলা চেয়ারম্যান হিসেবে যেভাবে পাশে ছিলাম, সেভাবেই পাশে থাকবো ৷ আপনাদের সেবা করার সুযোগ দিন। ৭ জানুয়ারি দলে দলে নৌকা প্রতীকে ভোট দিন।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে মুন্সীগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে ফজলুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম সফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এজাজ আহম্মেদ স্বাপন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক স ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদ-উদ-জামান সাঈদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাফরুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শোকর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নুরনগর ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মুন্সী, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন,
রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ।

জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বাংলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মু‌ন্সিগঞ্জ ইউনিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোঃ ম‌তিউর রহমান সরদার ৷

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!