the editors logo
সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল আর নেই

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সাধন চন্দ্র পালের ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পাল (৪৫) আর নেই। তিনি সোমবার সকালে খুলনার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, ৩ দিন পূর্বে তিনি হার্ট অ্যাটাক জনিত হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার অকাল মৃত্যুতে ব্রহ্মরাজপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ: রশিদ, সহসভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী প্রমুখ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!