রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা আদালতের পিপিকে অপসারণের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২১, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন পাওয়ার হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, পিপি লতিফ বিজিবি’র একজন সিপাহী ছিলেন। অনিয়মের দায়ে চাকুরীচ্যূত হওয়ার পর তিনি জাল সার্টিফিকেটে আইনজীবী বনে যান। কিন্তু দুর্নীতি ও অনিয়মের সেই কালোপথ এখনো পরিহার করতে পারেননি। কালোপথে কোটি কোটি টাকা আয় করে শহরের প্রাসাদ গড়েছেন।

তারা আরও বলেন, পিপি লতিফ মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সাথে সবসময় অসাদাচরণ করেন। সাতক্ষীরা সদরের সদ্য সাবেক এমপি রবি স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিগ্রস্ত পিপি লতিফকে বার বার রক্ষা করেছেন।

বক্তারা জাল সার্টিফিকেটধারী দুর্নীতিবাজ পিপিকে অবিলম্বে অপসারণ ও তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!