এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহায়কদের তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শ্যামনগরের কলবাড়ি বরসা রিসোর্টে গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভলপমেন্টের সহযোগিতার পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) উদ্বোধনী দিনে প্রশিক্ষণ দেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, যোগাযোগ সমন্বয়কারী জিমরান মোহাম্মদ সায়েক, নির্বাহী কমিটির সদস্য এসএম শাহিন আলম।
স্থানীয় ২৫ জন তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের নানা দিক নিয়ে ধারণা দেওয়া হয়।