Sunday , 28 January 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গাজায় ইসরায়েলের তাণ্ডব, নিহত ২৬ হাজার ছাড়ালো

প্রতিবেদক
admin
January 28, 2024 4:21 pm

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থামছেই না। প্রায় চার মাস ধরে সেখানে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। সেখানে ২৬ হাজারের ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ হাজার ৪২২ জন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৬৫ জন নিহত হয়েছে। এছাড়া চলমান সংঘাতে এখন পর্যন্ত আরও ৬৫ হাজার ৮৭ জন আহত হয়েছে।

এদিকে ইসরায়েলের এক মন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ শেষে জতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) গাজায় আর কার্যক্রম চালাতে দেওয়া হবে না। ইসরায়েলের দাবি, গত ৭ অক্টোবরের হামলায় ইউএনআরডব্লিউএ’র বেশ কয়েকজন কর্মী জড়িত ছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, আগামীতে ইউএনআরডব্লিউএ যেন আর কাজ করতে না পারে, তা নিশ্চিত করতে চায় ইসরায়েল। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সংস্থাটির অন্যান্য প্রধান দাতাদের কাছ থেকে সমর্থন লাভের চেষ্টা করবে তারা।

ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে ইসরায়েলের এই ‘হুমকির’ তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একইসঙ্গে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে ‘হুমকি ও ব্ল্যাকমেইল’ না করার আহ্বান জানিয়েছে তারা।

ইউএনআরডব্লিউএ গত শুক্রবার বলেছে, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় জড়িত থাকার জন্য তাদের বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইসরায়েল। তাদের এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি বিচারের মাধ্যমে’ এসব কর্মীকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি।

এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এছাড়া সংঘাতে ৭ হাজার ৫শ নারী প্রাণ হারিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৮৫ শতাংশ মানুষ এখন বাস্তুহারা হয়ে পড়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন পাওয়ায় আশরাফুজ্জামান আশুকে জাপার সংবর্ধনা

আশাশুনিতে চাঁদাবাজি করতে গিয়ে পিরোজপুর থানার এএসআই রুবেল হোসেনসহ পাঁচজন গ্রেফতার

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রিলিমিনারি মার্চে

অসহায় বাঘবিধবার ঘর মেরামতে এগিয়ে এলো ‘মানবতার বন্ধু’

আশা করি আরও একটা বিশ্বকাপ খেলতে পারবো: সাকিব

আমেরিকায় নিহত কলারোয়ার আবীরের বাড়িতে শোকের ছায়া

গরুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে খামার পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তারা

বন্ধ হয়ে গেল জয়া আহসানের সিনেমার শুটিং

বিএনপি নির্বাচনে এলে তফসিল রিসিডিউল করা যেতে পারে: সিইসি

পাকিস্তানে ৯০০ ফুট উঁচুতে কেবল কারে আটকে পড়েছে ৬ শিশু