ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার পার কুখরালী এলাকায় আরসিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান।
পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, এসও তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমান, শেখ আব্দুল লতিফ, আজিজুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম মন্টু, রুস্তম আলী, আব্দুল জব্বার, আব্দুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পার কুখরালীর ডা. ওজিহারের বাড়ির সামনে থেকে পার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে।