শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জয়সওয়ালের রেকর্ড

প্রতিবেদক
star kids
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশাবি জয়সওয়াল। এই মাইফলক ছুঁয়ে তিনি জায়গা করে নিলেন রেকর্ডবুকেও।
ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান এখন জয়সওয়াল।

বিশাখাপাত্নাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়সাওয়াল প্রথম দিনে হাঁকিয়েছেন শতক। ১৭৯ রানে অপরাজিত থেকে তিনি দিন শেষ করেছেন। দ্বিতীয় দিন খেলতে নেমেই দ্বিশতক পূর্ণ করলেন তরুণ এই ব্যাটার। দুইশ স্পর্শ করে নিজের সেই চিরচেনা উদযাপন করলেন। দুই হাত মেলে ধরে মুহূর্তটি সবার সামনে তুলে ধরলেন তিনি।

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টেই দ্বিশতক পূর্ণ করা বড় একটি মাইলফলকও বটে। ২২ বছর ৩৬ দিন বয়সে ডাবল সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটারের চেয়ে কম বয়সে এমন অর্জন রয়েছে আর দুই ভারতীয় ব্যাটারের। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বছর ৩২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে তালিকার এক নম্বরে বিনোদ কাম্বলি। দুইয়ে থাকা সুনিল গাভাস্কার ক্যারিয়ারের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিশতক হাঁকিয়েছেন। তখন তার বয়স ছিল ২১ বছর ২৭৭ দিন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!