ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে কৃষিপ্রতিবেশ বিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ই্সলামের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা মনিকা পাইকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধা নিরাপদ গায়েন, ইউনিয়ন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জিল্লুর রহমান, ইউনিয়ন মহিলা বিষয়ক কর্মী সুমাইয়া আক্তার, বনজীবী শেফালী বেগম, কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের কর্নধর মন্ডল, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের মাছুম বিল্লাহ, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
কর্মশালায় কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চার গুরুত্ব এবং খাদ্য সার্বভৌমত্ব অর্জনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।