পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌর সদরের বয়রা স্লুইচগেট দিয়ে রাতের আধারে দেদারছে লোনা পানি উত্তোলন করছে অসাধু মৎস্য ঘের ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাতে বয়রা স্লুইচগেটে গেট অপারেটর না থাকার সুযোগে জনৈক কাউন্সিলর ও পাইকগাছা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যানের সহযোগিতায় স্থানীয় মৎস্য ঘের মালিকরা সরকারি নির্দেশনা অমান্য করে লোনা পানি উত্তোলন করেছেন। এতে এলাকার পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি উৎপাদন হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে পাইকগাছায় কর্মরত পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী শাহ জালাল বলেন, বিষয়টি শুনেছি এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, গত ৫ ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে লােনা পানি উত্তোলন বন্ধ ও নাগরিক অধিকার রক্ষাসহ লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান অ্যাড. এফএম এ রাজ্জাক।