সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় অনুমোদনহীন ৩ ক্লিনিক বন্ধের নির্দেশ, দু’টিকে অর্থদণ্ড

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবের বে-আইনি কার্যক্রম বন্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ মোতাবেক লাইসেন্স না থাকায় কুলিয়া আশু মার্কেটের হাবিবা সার্জিক্যাল ক্লিনিক এবং সখিপুরের সিটি ডায়াগনস্টিক ল্যাবকে ৫ হাজার টাকা করে জরিমানাসহ যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

তাছাড়া লাইসেন্স না পাওয়া পর্যন্ত কুলিয়া ক্লিনিকের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন, দেবহাটা থানার এসআই শোভন দাশ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!