সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরের গাবুরায় বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের কারণে বাস্তচ্যুত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও জেলা নাগরিক কমিটি।
একইসাথে সেখানে বসবাসরতদের সুপেয় পানি সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
শুক্রবার ( মার্চ) দিনব্যাপী উপকূলের গাবুরা পরিদর্শন শেষে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান তারা।
সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এক হাজার ২০ কোটি ব্যয়ে প্রায় দুই বছর আগে মেগা প্রকল্পের কাজ চালু হলেও অদ্যাবধি বাস্তচ্যুত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়নি। এমনকি অধিগ্রহণের চিঠি জারি না করেই ভূমি মালিকদের জমির উপর দিয়ে বাঁধ নির্মাণের কাজ এগিয়ে চলেছে। টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় উপকূলবাসী স্বত্বি প্রকাশ করলেও ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ হাজার পরিবার রীতিমত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যদিয়ে দিনাতিপাত করছে।
এসময় গোটা গাবুরা উপকূলজুড়ে বসবাসরত জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির চরম সংকট চলছে বলেও তারা উল্লেখ করেন।
দ্রুততম সময়ের মধ্যে উপকূলবর্তী গাবুরায় বসবাসরত প্রায় চল্লিশ হাজার মানুষের পানীয় কষ্টের অভাব মোচনসহ বাস্তচ্যুত এবং ভূমি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানান তারা।
এছাড়া অধিগ্রহণ না করা সত্ত্বেও অসংখ্য পরিবারকে বসতবাড়ি ছেড়ে দেয়ার জন্য কেবলমাত্র প্রচারযন্ত্র ব্যবহার করে কর্তৃপক্ষের দায় এড়ানোর ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, নাগরিক নেতা ওবায়দুস সুলতান বাবুল, নাগরিক নেতা প্রভাষক ইদ্রীস আলী, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মানবাধিকার কর্মী মধাব দত্ত, নিত্যানন্দ সরকার, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।