মাসুদ পারভেজ: কালিগঞ্জের পিরোজপুর-কাটাখালিতে নব উদ্যমে যাত্রা শুরু করা মেহেদী স্মার্ট এগ্রোর কার্যক্রম পরিদর্শন করেছে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
শুক্রবার তারা মেহেদী স্মার্ট এগ্রোর কার্যক্রম পরিদর্শন করেন।
এই প্রতিনিধি দলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজয় চৌধুরী, উপসচিব এনামুল হক ও ক্লাইমেট স্মার্ট প্রজেক্টের পিডি ফজলুল হক মনি।
এসময় মেহেদী স্মার্ট এগ্রোর পরিচালক ও কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী তাদেরকে প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখান।
এসময় উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী বলেন, মেহেদী স্মার্ট এগ্রোর মিশন ও ভিশন হল রোগমুক্ত চারা ও স্মার্ট কৃষি উপকরণ সরবরাহ করা। এর মাধ্যমে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরি করতে বাস্তব প্রশিক্ষণ প্রদান, কৃষি সম্প্রসারণে স্মার্ট প্ল্যানিং ও উন্নত প্রযুক্তি সেবা প্রদান করা হবে। একই সাথে রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে। প্রকল্প এলাকায় মাটি কেটে গভীর করে মিষ্টি পানি সংরক্ষণ করে মাছ চাষের পাশাপাশি নোনা পানির মাছ চাষ, বেড়িবাদের উপরে উন্নত প্রযুক্তির মাধ্যমে অসময়ের টমেটো চাষসহ চারা উৎপাদন, বীজ সংরক্ষণ ও বিক্রয় করা হবে।