ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালি শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।
পরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানসহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান প্রমুখ।
মেলায় ৯টি স্টলে কৃষি ভিত্তিক পণ্য, প্রকল্প, রিলে ফসল চাষ, মিনি পুকুরভিত্তিক তরমুজ চাষ পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে।