রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রতিবেদক
the editors
মার্চ ১০, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সখিপুর ফায়ার স্টেশনের টিম লিডার মো. কলিমউদ্দীন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন দপ্তরের অফিসার, বে-সরকারি সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় নানা বিষয় নিয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!