বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩১১৮৪

প্রতিবেদক
the editors
মার্চ ১৩, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বন্ধ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত ৭ অক্টোবর থেকে চলা সংঘাতে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। প্রতিদিনই ইসরায়েলি হামলায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে।

এদিকে হামাসের বিরুদ্ধে কেন অভিযান চালানো হচ্ছে সে বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাফায় ‌‌‘অভিযান শেষ করতে’ স্থল বাহিনী দিয়ে আক্রমণ চালানো হয়েছে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলছে, সেখানে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিককে রক্ষা করার জন্য কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যেও তীব্র লড়াই চলছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে এক কিশোরও ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩১ হাজার ১৮৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭২ হাজার ৮৮৯ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!