মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

হঠাৎ ইনজুরিতে টেস্ট সিরিজ শেষ মুশফিকের

প্রতিবেদক
Shimul Sheikh
মার্চ ১৯, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎ দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমের।

আঙ্গুলে গুরুতর ব্যাথা পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার। সম্ভবত তার পক্ষে পুরো টেস্ট সিরিজেই অংশ নেয়া সম্ভব হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুলে প্রচন্ড ব্যথা পেয়েছেন এবং বিসিবির নির্ভরযোগ্য সূত্রের খবর, মুশফিকের ভাল হতে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। তাই তার পক্ষে সিলেট ও চট্টগ্রাম টেস্টে খেলা সম্ভব হবে না।

প্রসঙ্গতঃ আগামী ২২ মার্চ থেকে সিলেটে প্রথম টেস্ট শুরু হবে।

মুশফিকের প্রকৃত ইনজুরি কী? তিনি কী সত্যিই টেস্ট সিরিজ খেলতে পারবেন না? যদি না পারেন, তাহলে তার বিকল্প হবেন কে?

প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু হোসেন আজ মঙ্গলবার সন্ধ্যার পরে জাগো নিউজকে এ প্রশ্নের জবাবে জানান, মুশফিকের ডান হাতের বুড়ো আঙ্গুলে ফ্র্যাকশ্চার হয়েছে। এমন ইনজুরি ভাল হতে ৩ থেকে ৪ সপ্তাহ লাগে। এটুকু বলে লিপু শেষ করেন এভাবে, তবে মুশফিকের ভাল হতে কত দিন লাগবে এবং সত্যিকার অবস্থা কি সেটা বলার যথার্থ ব্যক্তি আমি নই।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!