ডেস্ক রিপোর্ট: ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনার আওতায় খরিপ/২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, উফশী আউশ ফললের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার পৌরসভা/ইয়নিয়ন ওয়ারী ক্ষুদ্র-প্রান্তিক ২০০০ চাষীকে বীজ ও সার প্রদান করা হবে।