সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় আত্মসমর্পণকারী বনদস্যুরা পেলো র‌্যাবের ঈদ উপহার

প্রতিবেদক
the editors
এপ্রিল ১৭, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন দস্যুর মাঝে র‌্যাব-৮ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এর মধ্যে বাগেরহাট জেলার সাইনবোর্ডের ৩০ জন, ভাগার ৯০ জন, মোংলার ৫৭ জনকে, খুলনা জেলার জিরো পয়েন্টের ১৯ জন, আঠারো মাইলের ০১ জন, তালা বাজারের ০৩ জন, শিববাড়ীর ০৪ জন, কয়রার ১৮ জনের হাতে এএসপি মোঃ রেজাউল করিম এবং সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জের ৫৪ জন ও সদর কোর্টের ০৭ জনের হাতে ঈদের উপহার তুলে দেন র‍্যাব-৮ এর এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম।

ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাব মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় স্থায়ী বন্দর শিল্প এলাকায় বনবিভাগের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় আত্মসমর্পণকৃত বনদস্যুদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান এবং উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী।

এসময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় সুন্দরবনে এখন শান্তির সু-বাতাস বইছে। অপহরণ-হত্যা এখন তিরোহিত। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ বিশেষ করে মৎসজীবীরা। নির্ভয়ে নির্বিঘ্নে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক এবং জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুর বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image