the editors logo
সোমবার , ১৩ মে ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

প্রতিবেদক
the editors
মে ১৩, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফ’র গুলিতে আমজেদ আলী (৩৫) নামে এক যুবক আহত হয়েছে। রোববার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আমজেদ আলী বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।

আহতের ভাই আমের আলী জানান, রোববার রাতে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আমার ভাই আমজেদ আলী বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তিনি পালিয়ে বাড়িতে গেলে বাড়ির লোকজন তাকে রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আমজেদ আলী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আলম বলেন, বিএসএফ এর গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে বলে শুনেছি। আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!