মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এলপিএলে দল পেলেন তাসকিন, অবিক্রিত বাকিরা

প্রতিবেদক
Shimul Sheikh
মে ২১, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন তাসকিন তাহমেদ। তবে বাকিরা প্রথম রাউন্ডে অবিক্রিত রয়ে গেছেন।

আজ এলপিএলের নিলামে ডানহাতি পেসার তাসকিনকে তার ভিত্তিমূল্য ৫০ হাজার ডলার বা ৫৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এর আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। এবারই প্রথম এলপিএলে খেলবেন তিনি।

এদিকে নিলামের প্রথম রাউন্ডে নাম উঠেছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের। কিন্তু তাদের কাউকেই নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।

গত মৌসুমে জাফনা কিংসের হয়ে ছয় ইনিংস ব্যাটিং করে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছিলেন হৃদয়। ফলে এবার তার দল পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু প্রথম ধাপে দল পেলেন না এই ডানহাতি ব্যাপার। নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৪০ হাজার ডলার। অন্যদিকে লিটন ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছিল যথাক্রমে ৩০ হাজার ও ৫০ হাজার ডলার।

২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে শুরু হবে এলপিএল। ১ জুলাই পর্দা উঠবে আসরের।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!