পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইগাছার লতা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১৩ স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারশ ঘরবাড়ি। মারা গেছে ২৪০ টি গবাদি পশু। আহাত হয়েছেন ৩জন।
লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান, ঘূর্ণিঝড় রেমালে ইউনিয়নের ১৩টি স্থান বাধ ভেঙে যায়। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙনকবলিত বাঁধ সংস্কার করা হলেও এখনো ঝুঁকি রয়ে গেছে।
ইউনিয়ন পরিষদের তথ্য মতে, রোমেলের তাণ্ডবে ৯টি ওয়ার্ডে গোয়ালের চাল উড়ে ৩৭ টি গরু, ১০৫ টি ছাগল ও ৯৭ টি ভেড়াসহ ২৪০ টি গবাদি পশু মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ শ ঘরবাড়ি, ৫শ গাছপালা। আহত হয়েছে ৩জন।
একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, দুটি মসজিদ ও একটি মন্দির।
আহতরা হলেন, সচিয়ারবন্দ গ্রামের নৃপেন বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস, হানিরাবাদ গ্রামের বক্স গাজীর ছেলে রুস্তম গাজী ও একই এলাকার লালু মীরের ছেলে ইসমাইল মীর।
লতা ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢোকার কারণে আমার ১৫টি ভেড়া মারা গেছে। এমনিভাবে অনেক গবাদি পশু মারা গেছে।