বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কোরআন পোড়ানো: ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জাতিসংঘে রেজ্যুলেশন পাস

প্রতিবেদক
admin
জুলাই ১২, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ধর্মীয় বিদ্বেষ প্রকাশের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বুধবার বিতর্কিত একটি রেজ্যুলেশন পাস হয়েছে।

যে রেজ্যুলেশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে ধর্মীয় বিদ্বেষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেতে বলা হয়েছে।

সেইসঙ্গে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর সরকারকে নিজ নিজ দেশে বিদ্যমান আইন ‘ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধ, তার বিচার এবং ধর্মীয় বিদ্বেষ সমর্থনে বাধা সৃষ্টি করতে যথেষ্ট কিনা’ তা পর্যালোচনা করে দেখতে এবং যদি কোনো ফাঁক থাকে তবে তা পূরণ করতে বলা হয়েছে।

গত মাসে সুইডেনে একটি মসজিদের সামনে এক ব্যক্তির মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দেওয়ার জেরে অর্গানাইজেশ অব ইসলামিক কোঅপরেশন (ওআইসি) এর ৫৭টি দেশের পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ওই রেজ্যুলেশন উত্থাপন করে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কঠোরভাবে ওই রেজ্যুলেশনের বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, ওই রেজ্যুলেশন মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

গত মাসে সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে এক ইরাকি অভিবাসী একটি কোরআন পুড়িয়ে দেন। যে ঘটনায় মুসলিম বিশ্ব থেকে সমালোচনার ঝড় ওঠে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বর্তমানে ওআইসিভুক্ত দেশগুলোর প্রভাব অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। বুধবারের ভোটে তাই পশ্চিমা দেশগুলোকে বেশ বড় হার দেখতে হয়েছে।

২৮ দেশ রেজ্যুলেশনের পক্ষে ভোট দিয়েছে। যেখানে বিপক্ষে পড়েছে মাত্র ১২টি ভোট। সাত দেশ ভোট প্রদাণ থেকে বিরত থেকেছে।

জাতিসংঘের ‍মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মিশেল টেইলর ভোটের যে ফলাফল এসেছে তাতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘উদ্যোগটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে কিনা সেটা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

‘‘আমি আরেকটু সময় নিয়ে, আরেকটু খোলামেলা আলোচনায় বিশ্বাসী। এই রেজ্যুলেশন নিয়ে কিভাবে ঐক্যমত্যের ভিত্তিতে ‍সামনে অগ্রসর হওয়া যায় সেটা নিয়েও আমাদের ভাবতে হবে।”

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে লড়বেন সুশান্ত মন্ডল

সুন্দরবনে ১৩২ কেজি হরিণের মাংস রেখে পালালেন শিকারিরা

বিচারকের পর্যবেক্ষণ: দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ে বিয়ে দেবেন না

সাতক্ষীরায় ‘হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস অ্যান্ড ওমেন’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা

কলারোয়া সীমান্তে ভারতে পাচারকালে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

বড়দিনে ইসরায়েলি হামলায় ২৫০ ফিলিস্তিনি নিহত

দেবহাটায় রাসায়নিক দিয়ে পাকানো ৭ টন আম বিনষ্ট

অকটেন ১২৬, পেট্রোল ১২২, কেরোসিন বিক্রি হবে ১০৮ টাকা ২৫ পয়সায়

মুহাম্মদ (সা.) সম্পর্কে ৭ তথ্য

সরকার জঙ্গি নাটক সাজিয়ে ভারত ও পশ্চিমাদের দেখাতে চায়: ফখরুল

error: Content is protected !!