দেবহাটা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে দেবহাটার সরকারি খানবাহাদুল আহছানউল্লা কলেজে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আকবর আলী ও ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান মহসিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান এসএম মিজানুর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক শাহানুর রহমান, উদ্ভিদবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক রনজন কুমার মন্ডল, প্রভাষক নৃপেন্দ্র নাথ স্বর্ণকার, প্রদীপ কুমার মন্ডল, আমিনুর রহমান, তৌহিদুজ্জামান, রোকনুজ্জামান, আনোয়ার সিদ্দিকী, আত্তাবুজ্জামান মধু, শাহজাহান কবীর, আবু তাহের, প্রদর্শক মোস্তফা আবু রায়হানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজ্ঞান ১ম বর্ষের সারাবান তহুরা ১ম, ফাতেমা ২য় ও তাওমীদ ৩য় স্থান অর্জন করে।