ডেস্ক রিপোর্ট: ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য, সাবেক এলজিইডি মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা। মন্ত্রী থাকাকালে জেলাজুড়ে ছিল তার ব্যাপক প্রভাব। হঠাৎ পাল্টে যায় সবকিছু। তার ঘনিষ্ঠ অনুসারীরা এখন কারাগারে। দেশ ছেড়ে দীর্ঘদিন ধরে খন্দকার মোশাররফ অবস্থান করছেন সুইজারল্যান্ডের জুরিখে।
বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ড থেকে মোবাইল ফোনে কথা বলেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন ফরিদপুর জেলা প্রতিনিধি এন কে বি নয়ন। সমসাময়িক রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেছেন ফরিদপুর-৩ আসনের আলোচিত এই সংসদ সদস্য।
বর্তমানে ফরিদপুরের রাজনীতি যেভাবে চলছে আপনি দূর দেশ থেকে কীভাবে দেখছেন? কেমন চলছে আপনার দৃষ্টিতে?
খন্দকার মোশাররফ: এইডা একটা বিরাট প্রশ্ন। আমি ভালোও বলবো না, এসব (রাজনীতি) নিয়ে আলোচনা না করাই ভালো।
আপনি সংসদ সদস্য। আপনার সরকারি বিভিন্ন বরাদ্দ, উন্নয়নমূলক বরাদ্দ স্থানীয়ভাবে কীভাবে বণ্টন ও বাস্তবায়ন করা হয়?
খন্দকার মোশাররফ: এগুলো আমিই করি। আমার লোকজন আছে তাদের দিয়েই করাই।
খন্দকার মোশাররফ: আছে, যেমন আমাদের সেন্ট্রাল কমিটির এক মেম্বার আছেন। উপজেলায় আমার কিছু লোকজন আছে। কমিটিতে আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে করা হয়।
জাতীয় নির্বাচনের বেশি সময় নেই। নির্বাচনে আপনার প্রস্তুতি কী এবং কীভাবে নিচ্ছেন?
এক কথায় আপনি নির্বাচন করবেন কি না?
খন্দকার মোশাররফ: আমি নির্বাচনের মধ্যে নাই। বয়স হয়ে গেছে। ৮৪ বছর বয়স। এখনো যদি আমি বলি রিটায়ার্ড করবো না, কবে রিটায়ার্ড করবো? ভোট-টোট করলাম, সবাই হইচই করে ভোট দিলা। ইলেকশনে জিতলাম। তারপর দেখলা জানাজা পড়তেছে, এইডা কী ভালো হবে?
খন্দকার মোশাররফ: মেয়ের বাসায় থাকি। মেয়েকে দেখতে আসছি।
ফরিদপুরবাসী আপনার থেকে সুনির্দিষ্ট একটি প্রশ্নের উত্তর পায় না- আপনি কবে নাগাদ দেশে ফিরবেন?
খন্দকার মোশাররফ: এইডা তো আমিও বলতে পারি না, কবে নাগাদ ফিরবো। আমি চাই না যে, আমারে উপলক্ষ করে কোনোরকম দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হোক। এমন বিতর্কের মধ্যে জড়ায়ে পড়া ঠিক হবে না। দেশের শান্তি-শৃঙ্খলাটাই সব থেকে বড়। কাজেই নির্বাচনটা যাক। তারপর দেখা যাবে।
সেক্ষেত্রে কি বলতে পারি, আপনি মনোনয়ন চাইবেন না, নির্বাচনও করবেন না?
খন্দকার মোশাররফ: এ প্রশ্নের জবাব আমার এই স্টেজে দেওয়া ঠিক হবে না।