স্পোর্টস ডেস্ক: আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দুর্দান্ত ব্যাটিং করে সবার নজর কেড়েছিলেন। নজর কেড়েছিলেন ভারতীয় জাতীয় দলের নির্বাচকদেরও। সুতরাং, জাতীয় দলে জায়গা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। এরই মধ্যে সূর্যকুমার যাদব খেলে ফেলেছেন ২টি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে সবাইকে ছাড়িয়ে এক জায়গায় শীর্ষে উঠে আছেন ভারতের এই মিডল অর্ডার।
টি-টোয়েন্টি ক্রিকেটের খেলার ধরন বদলে যাচ্ছে প্রতিনিয়ত। বোলারদের জন্য যেমন চ্যালেঞ্জিং হচ্ছে, ব্যাটারদেরও ভাঙতে হচ্ছে নিজেদের। কারণ এখন শুধু রান করলেই চলছে না, কে কত ভালো স্ট্রাইক রেটে রান করতে পারলো; এমন আলোচনাও চলে আসে স্বাভাবিকভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটারেরদ প্রসঙ্গে আলোচনা করতে গেলেই আসে স্ট্রাইক রেটের বিষয়টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ২০০ রান করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট ভারতের সূর্যকুমার যাদবের। এখনও পর্যন্ত বিশ্বকাপের মাত্র দুটি আসরই খেলেছেন তিনি। ভারতীয় ব্যাটার ৯ ইনিংসে ২৮১ রান করেছেন ১৮১.২৯ স্ট্রাইক রেটে।
পরের নামটি ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন দলকে। মোট ২৫ ম্যাচ খেলে ১৮ ইনিংসে ব্যাট করে ২১৫ রান করেছেন স্যামি, ১৬৪.১২ স্ট্রাইক রেটে। তালিকার তিনে আছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি।
২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৪ ম্যাচের ৩২ ম্যাচ খেলে ৫৪৬ রান করেছেন আফ্রিদি। এই রান করার পথে তার স্ট্রাইক রেট ছিল ১৫৪.২৩। তালিকার চারে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিজ। দুই বিশ্বকাপ মিলিয়ে মাত্র ১১ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ১৫১.৪৭ স্ট্রাইক রেটে ২০৬ রান এসেছে তার ব্যাট থেকে।
তালিকার পাঁচে আছেন পাকিস্তানের ইমরান নাজির। ১৩ ম্যাচের সমান ইনিংসে ৩০০ রান করার পথে দেড়শ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ইংল্যান্ডের জশ বাটলার-জেসন রয়রাও আছেন সেরা দশের মধ্যে। এবারের বিশ্বকাপে তাদের সামনে বাকিদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ।