ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ জুন) এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্লাটিনাম জুবলি উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে জেলা বাস মিনিবাস মালিক সমিতির হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর সভাপতি শেখ নাছেরুল হক, নির্বাহী সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদর সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল হোসেন, পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন ও রবিউল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, শ্রমিকলীগের আব্দুল্লাহ সরদার, যুব মহিলা লীগের সীমা সিদ্দিক, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো: রাশেদুজ্জামান রাশি প্রমুখ।
সভায় আগামী ২৩ জুন সকাল ১০টায় খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সফলের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকবে বর্ণমালা একাডেমি ও জেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতনা।
গৃহীত কর্মসূচি সফলের লক্ষ্যে সদর উপজেলা, পৌরসভার ৯টি ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনকে স্ব স্ব ব্যনার সহকারে বিকাল ৪টার মধ্যে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হওয়ার জন্য উদ্যাত্ত আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।