পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌর ভবনে ৬৪ কোটি ১৮ লক্ষ ৯ হাজার ৫৫৫ টাকা আয় ও ৬৩ কোটি ৮৯ লক্ষ ১৪ হাজার ৯৩৬ টাকা ব্যয় এবং ২৮ কোটি ৯৪ লক্ষ ৬১৮ টাকা উদ্বৃত্ত দেখিয়ে বাজেট ঘোষণা করেন পাইকগাছা পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, পাইকগাছা থানার পরিদর্শক (অপারেশন) রঞ্জন কুমার, পল্লীবিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, নাগরিক কমিটির সভাপতি মোস্তাফা কামাল জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, আব্দুল ওহাব বাবলু, পৌর সচিব লালু সরদার, কাউন্সিল শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান, আসমা আহম্মেদ, রাফেজা খানম, অহেদ আলী গাজী, ইমরান সরদার, ইমদাদুল হক প্রমুখ।