শনিবার , ২৯ জুন ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শার্শায় বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
the editors
জুন ২৯, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিষাক্ত সাপের কামড়ে প্রান্তী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) ভোরে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রান্তী শার্শার ঐ গ্রামের প্রবাসী সোহাগ হোসেনের মেয়ে।

প্রান্তীর মামা ব্যাংক কর্মকর্তা রাকিব হোসেন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে প্রান্তী মা-বাবার সাথে ঘুমিয়ে পড়েছিলো। রাত ১২টার দিকে হঠাৎ শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করে। এসময় তার মা-বাবা তাকে গ্রামের ওঝার কাছে নিয়ে গেলে সাপে কেটেছে বলে ওঝা জানান। পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রান্তীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক। যশোরে ভর্তির পর তার অবস্থা আরও খারাপ হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে সেখানে তার মৃত্যু হয়।

দেশজুড়ে বিষধর সাপ রাসেলস ভাইপার আতংকের মধ্যে শিশু প্রান্তীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!