ডেস্ক রিপোর্ট: নানা আয়োজনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে রোটা বর্ষ উদযাপন উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিএন স্কুল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। পরে সাতক্ষীরা শহরের হোটেল রাজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মো. মাগফুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সৈয়দ হাসান মাহমুদ, ডা. সুশান্ত কুমার ঘোষ, মো: আশরাফুল করিম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুল হক সাগর, বিশ্বজিৎ সাধু, এনসান বাহার বুলবুল, হাসিবুর রহমান রনি, ফারহা দীবা খান সাথী, শাহনেওয়াজ পারভীন মিলি, মো. আক্তারুজ্জামান কাজল, মাহফুজা সুলতানা রুবি, শরিফুল ইসলাম খান বাবু, মো. ওয়ালি উল্লাহ, মিজানুর রহমান, মো. মিজানুর রহমান, মো. আনিসুর রহমান, জেসমিন আকতার, শেখ কামরুজ্জামান, মো. ইসমাইল হোসেন, মো. সাইফুর রহমান, নুরুল হক, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ মাসুদ পারভেজ, শেখ শাহিদুর রহমান, সি এম নাজমুল ইসলাম, জি এম আবদুল কাদের, স্বপন বৈরাগী, কামরুল হাসান প্রমুখ।
এসময় আব্দুল্লাহ আল মামুন, রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা আল আমিনুর রহমান আসিফ, সিগবাতুল্লাহ বাহার, আতিক মোজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।