রবিবার , ৭ জুলাই ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ এবং জৈবসার বিতরণ

প্রতিবেদক
the editors
জুলাই ৭, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে কৃষকদের মাঝে আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ, সবজি বীজ ও জৈবসার বিতরণ করা হয়েছে।

রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে লিডার্স এর প্রধান কার্যালয়ে জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু পরিবর্তনে
ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম’ প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে শ্যামনগর ও কয়রার ২ হাজার ১০ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১২ হাজার ১০০ কেজি ধানবীজ, ২০ হাজার ১১০ কেজি জৈবসার ও সবজি বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলন।

লিডার্সের কার্যনির্বাহী পরিষদের সদস্য রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, ইউপি সদস্য হরিদাস হালদার, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক
মোশাররফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!